In view of the United Nations General Assembly and the UNSG Climate Ambition Summit 2023, climate activists will march towards the United Nations Headquarters in New York to demand fossil fuel-free climate justice with various demands to world leaders. For this purpose, on September 15-17, many organizations are organizing various programs under the title “Global Day of Action to End Fossil Fuels for Climate Justice”. Asian People’s Movement on Debt and Development (APMDD) and Asian Energy Network, like other organizations, are coordinating various programs in countries across the Asian continent.

In Bangladesh Waterkeepers Bangladesh, Equity BD, Youth Net for Climate Justice, Center for Participatory Research and Development, Brotee, Global Thinkers Society, Bangladesh Farmers Federation, Sundarbans and Coast Protection Movement, Safe Development Foundation, Sampriti and Souhard, Swadesh Mrittika Human Development conduct a joint initiative of the organization and Bangladesh Cycle Lane Implementation Council organized a demonstration on September 15, 2023 Friday at 10.30 am in Sher Bangla Nagar, Agargaon of the capital, a human chain, puppet show and bicycle rally was held in front of the Department of Environment to demand fossil fuel free climate justice.
Former Caretaker Government Advisor Sultana Kamal announced the inauguration of all the events from the human chain organized in Agargaon, Dhaka and Sharmin Murshid, Executive Director of Brotee, gave a speech. Besides, Director of Coast Foundation M. Mustafa Kamal Akand, Chairman of Safe Development Foundation Ibnul Saeed Rana, President of Bangladesh Cycle Lane Implementation Council Md. Aminul Islam Tubbus, General Secretary of Equity BD Syed Aminul Haque, President of Global Law Thinkers Society Raoman Smita and various others. Representatives of social and environmental organizations were present on the occasion.
Sultana Kamal, a former advisor to the caretaker government who initiated the program, said there is no alternative to phasing out various types of non-renewable energy projects to combat global warming. As a result of the non-cooperation of the rich countries, it is not possible to take a collective initiative to get out of this kind of environment-destructive activities. Through these programs we are urging policy makers to take necessary steps to combat climate change. At the same time, I call on the world leaders who are going to participate in the upcoming United Nations General Conference and UNSG Climate Ambition Summit to take effective steps to combat climate change.
“জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলোচনায় সীমাবদ্ধ না থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান”
জাতিসংঘ সাধারণ সম্মেলন ও ইউএনএসজি ক্লাইমেট অ্যাম্বিশন সামিট ২০২৩ সামনে রেখে আগমীকাল ১৭ সেপ্টেম্বর বিশ্বনেতাদের কাছে বিভিন্ন দাবিসহ জীবাশ্ম জ্বালানীমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু কর্মীরা নিউইয়র্কে জাতিসংঘ হেডকোয়ার্টার্স অভিমুখে যাত্রা করবে। এ লক্ষ্যে ১৫-১৭ সেপ্টেম্বর বহু সংগঠন পৃথিবী ব্যাপি “Global Day of Action to End Fossil Fuels for Climate Justice” শিরোনামে নানা কর্মসূচী আয়োজন করছে। অপরাপর অন্যান্য সংগঠনের মত এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) এবং এশিয়ান এনার্জি নেটওয়ার্কও সমগ্র এশিয়া মহাদেশের দেশসমূহে বিভিন্ন কর্মসূচীর সমন্বয় করছে।
বাংলাদেশে ওয়াটাকিপার্স বাংলাদেশ, ইকুইটি বিডি, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্স এন্ড ডেভেলপমেন্ট, ব্রতী, গ্লোবাল ল’থিংকার্স সোসাইটি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সম্প্রীতি ও সৌহার্দ, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ-এর যৌথ উদ্যোগে গত ১৫ সেপ্টেম্বর, ২০২৩ শুক্রবার সকাল ১০.৩০ টায় রাজধানীর শেরে বাংলা নগর, আগারগাঁও, পরিবেশ অধিদপ্তর এর সামনে জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন, মূকাভিনয় এবং সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
ঢাকার আগারগাঁওয়ে আয়োজিত মানববন্ধন থেকে সারা দেশের সকল আয়োজনের উদ্ভোধন ঘোষণা করেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং ধারণা বক্তব্য তুলে ধরেন ব্রতী’র নির্বাহি পরিচালক শারমিন মুরশিদ। এছাড়া কোস্ট ফাউন্ডেশনের পরিচালক এম মুস্তফা কামাল আকন্দ, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মো: আমিনুল ইসলাম তুববুস, ইকুইটি বিডি’র সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক, গ্লোবাল ল’ থিংকারস সোসাইটি এর প্রেসিডেন্ট রাওমান স্মিতাসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্মসূচীর উদ্বোধক তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে বিভিন্ন ধরণের অনবায়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকে পর্যায়ক্রমে বের হয়ে আসার বিকল্প নেই। ধনীদেশগুলোর অসহযোগিতার ফলে এ ধরণের পরিবেশ বিধ্বংসী কার্যক্রম থেকে বের হয়ে আসতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ সকল কর্মসূচীর মাধ্যমে আমরা নীতি নির্ধারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি। একইসাথে আসন্ন জাতীসংঘ সাধারণ সম্মেলন ও ইউএনএসজি ক্লাইমেট অ্যাম্বিশন সামিটে অংশ নিতে যাওয়া বিশ্বনেতাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলোচনায় সীমাবদ্ধ না থেকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জাানাচ্ছি।
