On November 15, 2023 (Wednesday), Blue Planet Initiative (BPI) and Waterkeepers Bangladesh jointly distributed food items to 50 families affected by Cyclone Hamun in wards 1, 2 and 3 of Kalamarchhara Union of Maheshkhali Upazila of Cox’s Bazar.
Due to the natural calamity “Hamun” there has been a humanitarian disaster in the affected areas. Many families have lost their homes and are spending the night under the open sky. Marginal farmers have lost their last means of livelihood, including cowsheds and cowsheds, and are now living in dire straits. As a result, Waterkeepers Bangladesh and Blue Planet Initiative distributed food items to several families in this humanitarian disaster.
গত ১৫ নভেম্বর, ২০২৩ (বুধবার) ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ সমন্বিতভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রাকৃতিক দুর্যোগ “হামুন” এর কারণে ক্ষতিগ্রস্থ এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অনেক পরিবার বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে । প্রান্তিক কৃষক ঋণ নিয়ে গড়া পানের বরজ বা গরু পালনের জন্য গোয়াল ঘরসহ শেষ সহায় সম্বল হারিয়ে এখন অনেকেই নিদারুন কষ্টে দিনানিপাত করছেন। যার ফলে, এই মানবিক বিপর্যয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ বেশ কিছু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন।