On Wednesday, November 15, 2023, Blue Plate Initiative (BPI) and Waterkeepers Bangladesh collaborated to distribute food supplies to 50 families in wards 1, 2, and 3 of Kalamarchhara Union in Maheshkhali Upazila, Cox’s Bazar, who were affected by Cyclone “Hamun.”
Due to the natural disaster “Hamun”, there have been humanitarian crises in many affected areas. People are getting by because of losing their properties including beetle leaf farmed with lone and cowshed for cattle farming. In this crisis, Waterkeepers Bangladesh and Blue Planet Initiative donated some food items to those victims.
গত ১৫ নভেম্বর, ২০২৩ (বুধবার) ব্লু প্ল্যালেট ইনিশিয়েটিভ (বিপিআই) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ, কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ “হামুন” এর কারণে আক্রান্ত এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অনেক পরিবারকে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে । প্রান্তিক কৃষক ঋণ নিয়ে গড়া পানের বরজ বা গরু পালনের জন্য গোয়াল ঘরসহ শেষ সহায় সম্বল হারিয়ে এখন অনেকেই নিদারুন কষ্টে দিনানিপাত করছেন। যার ফলে, এই মানবিক বিপর্যয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ বেশ কিছু পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন।