On 8th March 2023, Waterkeepers Bangladesh organized a Debate and Art Competition and Cultural Programs at Mongla Girls High School, Mongla. The subject of the debate was, ‘Only Social Movement Can Save Bangladesh from Environmental Degradation’. In the debate competition, B N School & College was on the proposition team, while Saint Paul School and College were on the opposition team.
৮ মার্চ ২০২৩ তারিখে ওয়াটারকিপার্স বাংলাদেশ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, ‘সামাজিক আন্দোলনই পারে বাংলাদেশকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে’। এই বিতর্ক প্রতিযোগিতায় বি এন স্কুল এন্ড কলেজ ‘পক্ষ’ দলে এবং সেইন্ট পল স্কুল এন্ড কলেজ ‘বিপক্ষ’ দলে অংশগ্রহণ করে।