বৃক্ষরোপন করি, সবুজ বাংলাদেশ গড়ি
৬ নভেম্বর, ২০২৩
উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে আজ ৬ নভেম্বর, ২০২৩, রবিবার সকাল ১০ টায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ এবং কলাপাড়াবাসীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার নতুনপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন দেশী প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকলকে সচেতন ও অধিক হারে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
চারাগাছের মধ্যে ছিল আম, লিচু, পেয়ারা, আমড়া, কাঠাল, জলপাই, মালটা, আমলকী ও কামরাঙ্গা। এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা। ওয়াটারকিপার্স বাংলাদেশের কলাপাড়া উপজেলার কর্মী কামাল হাসান রনি বলেন, জলবায়ু পরিবর্তেনের ক্ষতিকর প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের কোন বিকল্প নেই। পটুয়াখালির মতো বাংলাদেশের অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি হ্রাস করতে প্রচুর পরিমানে বৃক্ষ রোপন করা প্রয়োজন। তাই ওয়াটারকিপার্স বাংলাদেশের এই কর্মসূচীর মাধ্যমে সকলের মধ্যে বৃক্ষ রোপনের বিষয়টির গুরুত্ব অনুধাবনে ইতিবাচক প্রভাব রাখবে বলে আমরা প্রত্যাশা করি।
Waterkeepers Bangladesh, Blue Planet Initiative, and dwellers of Kalapara Union initiated a month-long tree plantation campaign on November 6, 2023, Sunday at 10 am, primarily in two schools of Kalapara Upazila in Patuakhali District. Students received tree saplings at two schools: Notunpara Secondary School and Kuakata Bangabandhu Secondary School. This campaign was launched to sensitize the issue of the urgency of climate change and to encourage people to plant more trees.
Mango, Litchi, Guava, Hog Palm, Jackfruit, Olive, Orange, Amla, and Averrhoa Carambola saplings were among the distributed trees. Scores of teachers and students attended the program. During the campaign, Kamal Hassan Rony, a local activist of Waterkeepers Bangladesh, stated that there is no alternative to trees in protecting the local area from the adverse impact of climate change and extreme climatic events. In order to lessen the loss of livelihood in other places of Bangladesh, such as Patuakhali, we need to plant more trees. Therefore, this noble initiative of Waterkeepers Bangladesh will help us by raising awareness among the masses.