On 25th October 2023, a group of civil society representatives called upon a collective action to keep the river’s natural flow unabated in the coastal area underscoring the issues of filling, encroachment, and pollution of Shibsa and Kopotakkho River in a dialogue. The dialogue was held at Paikgacha Upazila Parishad Auditorium, Khulna. Waterkeepers Bangladesh Initiated the program with some other organizations including Anirban Library and Sundarban O Upokul Surokkha Andolon.
The dialogue was presided over by the Coordinator of Sundarban O Upokul Surokkha Andolon, Mr. Nikhil Chandro Vadra. Similarly, the Coordinator of Waterkeepers Bangladesh, Mr. Sharif Jamil addressed the persistent importance of the protection and preservation of the rivers to have a clean city and healthy livelihood. He stressed the dire condition of the increasing involvement of the big guns of society in the process of river pollution and encroachment. He called upon the masses to protect the rivers and other water bodies from the encroachers and polluters.
Paikgacha Upazila Nirbahi Officer (UNO), Muhammad Al-Amin; Mayor of the Paikgacha municipality, Selim Jahangir; Ashashuni Upazila Vice-chairman, Asim Baran Chakraborty; Paikgacha Upazila Vice-chairman, Shihabuddin Firoz Bulu and Lipika Dhali, Professor at the Department of the aquaculture, Mir Muhammad Ali and many other noted personalities from both local government and civil society.
Several civil society organizations and personalities took part in that dialogue and elucidated their unequivocal stance on the protection of the rivers and local water bodies.
২৫ অক্টোবর, ২০২৩ এ সুশীল সমাজ ও স্থানীয়দের অংশগ্রহণে শিবসা, কপোতাক্ষ ও অন্যান্য নদ-নদীর দখল, দূষণ ও নদী ভরাটের বিষয়ে একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক সংলাপটি পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ, উপকূল ও সুরক্ষা আন্দোলন ও অনির্বান লাইব্রেরীর আয়োজনে এ নাগরিক সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক, নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে এ আয়োজনে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল পরিচ্ছন্ন জনপদ ও সুস্থ জীবণের জন্য নদী সুরক্ষা ও সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। নদী দখল ও দূষণে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার ফলে সৃষ্ট দুরাবস্থার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে। তিনি দখলকারী ও দূষণকারীদের ব্যাপারে সতর্ক থেকে নদী ও অন্যান্য জলাশয় রক্ষায় এগিয়ে আসতে জনসাধারণকে আহ্বান জানান।
উপস্থিত অন্যান্যদের মধ্যে আরো ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী এবং পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী। সংলাপের ধারণা বক্তব্য তুলে ধরেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য চাষ বিদ্যা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী।
সংলাপে উপস্থিত সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ নদ-নদী ও স্থানীয় অন্যান্য জলাশয় রক্ষার ব্যাপারে নিজেদের আপোষহীন অবস্থান তুলে ধরেন।
News Links – Bangladesh Bulletin, FNS24