১৯৭০ সালের ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের স্বরণে মানববন্ধন, দোয়া ও মোমবাতি প্রজ্বলন
১২ নভেম্বর, ২০২৩
Waterkeepers Bangladesh, Kuakata Boys’ Club, and Tourist Police, Kuakata jointly commemorate the individuals who lost their lives during the cyclone that took place on November 12, 1970, by holding a human chain, prayer, and candlelight vigil on November 12, 2023. After the Asr prayer, people gathered at Ghatla Central Mosque to offer prayers in memory of the deceased, followed by a candlelight vigil and a human chain at the sea beach.
A catastrophic hurricane raged through the coastal areas on November 12, 1970. The cyclone hit the country with a staggering 250 km windspeed. The entire northern part of Bangladesh was inundated with 30 feet high waves. This was the worst and most catastrophic cyclone Bangladesh ever recorded. Around 5 lac people lost their lives.
Local community members, survivors, affected family members, local administration, and climate activists took part in this program.
১২ নভেম্বর, ২০২৩, বুধবার বিকাল ৩ টায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা বয়েজ ক্লাব ও টুরিস্ট পুলিশ কুয়াকাটার উদ্যোগে ১৯৭০ সালের ১২ নভেম্বর মহাপ্রলয়ংকরী ঘুর্ণিঝড় হারিকেন এর আঘাতে নিহতদের স্মরণে মনববন্ধন, দোয়া ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালিত হয়েছে। বাদ আসর দোয়া মাহফিল আয়োজন করা হয় ঘাঠলা কেন্দ্রীয় জামে মসজিদে। দোয়ায় ঘূর্ণিঝড়ে নিহত সকলের জন্য মাগফিরাত কামনা করা হয় এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয় সমুদ্র সৈকতে।
১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে উপকূলীয় জেলাগুলোয় আঘাত হেনেছিল মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘হারিকেন’। সর্বোচ্চ ২৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের বাতাসের তোড়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় জলোচ্ছ্বাস। ৩০ ফুট উচ্চতার এ জলোচ্ছ্বাসে ভেসে যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চল। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড়সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়।
দিনটি স্মরণে স্থানীয়দের পাশাপাশি অংশগ্রহণ করে স্থানীয় মানুষ, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য, স্থানীয় প্রশাসন ও পরিবেশ কর্মীরা।