Waterkeepers Bangladesh and Turag River Protection organized a community gathering on February 11th, while Waterkeepers Bangladesh and Barogram Balu River Protection hosted one on February 12th at Grand Mahal Restaurant in Farmgate, Dhaka. These events were held under the USAID-funded project Promoting Advocacy and Rights (PAR) for Protecting Democratic and Collective Advocacy for Environmental Protection in Dhaka City. Discussions at the gatherings focused on issues of river encroachment and pollution along the Turag and Balu rivers, exploring potential steps for addressing these challenges. Participants, including local representatives and environmental workers, prepared and presented poster presentations highlighting various aspects of the rivers’ conditions and potential actions.
ওয়াটারকিপার্স বাংলাদেশ ও তুরাগ নদী মোর্চা ১১ ফেব্রুয়ারি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বারোগ্রাম বালু নদী মোর্চা ১২ ফেব্রুয়ারি ঢাকার ফার্মগেটস্থ গ্রান্ড মহল রেস্টুরেন্টে ইউএসএইড- এর প্রোমোটিং এডেভোকেসি এন্ড রাইটস (পার) এর আওতাধীন ‘প্রোমোটিং ডেমোক্রেটিক এন্ড কালেকটিভ এডভোকেসি ফর এনভায়রনমেন্টাল প্রটেকশন ইন ঢাকা সিটি’ প্রকল্পের দুটি পরিবেশ বিষয়ক কমিউনিটি সভার আয়োজন করে। তুরাগ ও বালু নদীর তীরের জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশ কর্মীদের সমন্বয়ে নদীর দখল-দূষনের ব্যাপারে বিস্তারিত আলোচনা ও এর প্রতিকারে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। একইসাথে অংশগ্রহণকারীরা বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে সংশ্লিষ্ট নদীর বিভিন্ন দিক নিয়ে পোস্টার প্রেজেন্টেশন প্রস্তুত করে তা উপস্থাপন করেন।
News Links – RiverBangla, RiverBangla