On 6 August 2023, Saturday, National River Alliance, Waterkeepers Bangladesh, and Green Cox’s Bazar Health and Environment Development Foundation jointly organized a Capacity Building Training Workshop on Nature and Environment Conservation at Uni Resort, Cox’s Bazar. Apart from the local representatives of Cox’s Bazar, Sharmeen Murshid, Executive Director of Brotee and Convener of National River Alliance, Sharif Jamil, Coordinator of Waterkeepers Bangladesh, Fazlul Quader Chowdhury, President of Green Cox’s Bazar Health and Environment Development Foundation, Tofazzal Sohel, Khoai River Waterkeeper of Habiganj and Abdul Karim Chowdhury Kim, Surma River Waterkeeper of Sylhet were present in the workshop.
৬ আগস্ট ২০২৩, শনিবার, জাতীয় নদী জোট, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন যৌথভাবে কক্সবাজারের ইউনি রিসোর্টে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় কক্সবাজারের স্থানীয় প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রতীর নির্বাহী পরিচালক ও জাতীয় নদী জোটের আহবায়ক শারমিন মুরশিদ, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল, গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, হবিগঞ্জের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এবং সিলেটের সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম।