On 5th August 2023, Saturday, National River Alliance, Waterkeepers Bangladesh, and Green Cox’s Bazar Health and Environment Development Foundation jointly organized a discussion and representative workshop on Cox’s Bazar Rivers and Environment at Uni Resort, Cox’s Bazar. It was presided over by Sharmeen Murshid, Executive Director of Brotee and Convenor of National River Alliance. Sharif Jamil, the Coordinator of Waterkeepers Bangladesh, presented the keynote paper. President of Green Cox’s Bazar Health and Environment Development Foundation, Fazlul Quader Chowdhury moderated the discussion while Khowai River Waterkeeper, Tofazzal Sohel from Habiganj, and Surma River Waterkeeper, Abdul Karim Chowdhury Kim from Sylhet were the guest speakers.
Also, environmental activists from different upazilas of the district were present in the programme and expressed their opinion about the environment of Cox’s Bazar.
৫ আগস্ট ২০২৩, শনিবার, জাতীয় নদী জোট, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন যৌথভাবে কক্সবাজারের ইউনি রিসোর্টে কক্সবাজারের নদনদী ও পরিবেশ বিষয়ক আলোচনা ও প্রতিনিধি কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ব্রতীর নির্বাহী পরিচালক ও জাতীয় নদী জোটের আহবায়ক শারমিন মুরশিদ। পেপার নোট উপস্থাপন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল। গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় আলোচনা পর্বে অতিথি বক্তা ছিলেন হবিগঞ্জের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও সিলেটের সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম।
এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন এবং কক্সবাজারের পরিবেশ সম্পর্কে তাদের মতামত জানান।