আজ ২৯ জুলাই, ২০২৩ ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে সারাদেশের বিভিন্ন স্থানে বিশ্ব বাঘ দিবস উদযাপিত হয়েছে। বাগেরহাটের মোংলায় “বাঘ করি সংরক্ষণ; সমৃদ্ধ হবে সুন্দরবন” শ্লোগানে বিশ্ব বাঘ দিবসের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ। উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন, এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়কারি সাংবাদিক নিখিল ভদ্র। উদ্বোধনী সমাবেশ পরিচালনা করেন পশুর রিভার ওয়াটারকিপার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় নেতা মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তৃতায় দীপংকর দাশ বলেন, সরকার বন ও বন্যপ্রাণী রক্ষায় নানা প্রকল্প বাস্তবায়ন করছে। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বাঘের খাদ্য হরিণের সংখ্যাও সুন্দরবনে বৃদ্ধি পেয়েছে। সভাপতির বক্তব্যে শরীফ জামিল বলেন, বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। বনবিধ্বংসী সকল প্রকল্প বাতিল করতে হবে। বাঘ সুরক্ষায় মনিটরিং সেল গঠন করতে হবে। উদ্বোধনী সমাবেশ শেষে একটি সুসজ্জিত র্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে। অন্যদিকে বিকেল ৩টায় সুন্দরবন সংলগ্ন মোংলার বৈদ্যমারি মাঠে বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ, লাঠিখেলা ও বাঘ উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়। টাইগার স্পোর্টিং ক্লাব বনাম সুন্দরবন স্পোর্টিং ক্লাব এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের অংশগ্রহণ করা হয়। লাঠিখেলা প্রদর্শন করেন ঐতিহ্যবাহী ছহির উদ্দিন লাঠিখেলা দল এবং বাঘ উদ্ধার মহড়ায় অংশগ্রহণ করেন ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা।
এছাড়াও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে কক্সবাজারের মহেশখালী, পটুয়াখলীর কলাপাড়া এবং বরগুনার আমতলীতে বিশ্ব বাঘ দিবস ২০২৩ পালিত হয়েছে।